1
2
3
4
5
6
7
8
9
10

ডাক্তার তথ্য

রোগীদের সুবিধার্থে দেশ-বিদেশের কিডনি ডাক্তারদের তালিকা

হাসপাতাল তথ্য

রোগীদের সুবিধার্থে দেশ-বিদেশের কিডনি চিকিৎসার হাসপাতাল তালিকা

চিকিৎসা গাইডলাইন

রোগীদের সুবিধার্থে চিকিৎসা জনিত গাইডলাইন

বিবিধ সেবা

রোগীদের সুবিধার্থে রয়েছে বিবিধ সেবামূলক কর্মকান্ড।

প্রতিষ্ঠাতা ও সভাপতি

এস. এম জাহেদুল হক

কিডনি সুরক্ষা ও রোগ প্রতিরোধের একমাত্র উপায় জনসচেতনতা।

অর্থাভাবে বিনা চিকিৎসায় অকাল মৃত্যু নয়- হোক আমাদের প্রত্যয়।

কেন কিডনি রোগী কল্যাণ সংস্থা ?

মহোদয়
আসসালামু আলাইকুম/আদাব,
আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, ১৮ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে ২ কোটিরও অধিক মানুষ কোনো-না-কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত । মরণব্যাধি কিডনি রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল । প্রতিবছর অগণিত মানুষ অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। প্রিয়জনকে বাঁচাতে মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত চিকিৎসার পেছনে ছুটতে বাধ্য থাকে ভুক্তভোগী পরিবার । প্রবাদ আছে : কিডনি রোগী মরেও যায়, মেরেও যায়। বাস্তবে আমৃত্যু চিকিৎসার ভার সইবার সাধ্য ধনী, মধ্যবিত্ত বা হতদরিদ্র কারো নেই । ফলে কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবারের জন্য মৃত্যুই যেন- মুক্তি। এমন বাস্তবতায় আমাদের অদম্য প্রত্যয় “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” ।
কিডনি-বিকল নিরব ঘাতক ও মরণব্যাধি রোগ।
দীর্ঘস্থায়ী কিডনি রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসা অসম্ভব ব্যয়বহুল, যা দরিদ্র-হতদরিদ্র, দুঃস্থ-অসহায় কিডনি রোগীদের জন্য অলীক স্বপ্ন ।
ফলে চিকিৎসার অভাবে অসংখ্য পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জনকে ।
চিকিৎসার শেষ ধাপে ডায়ালাইসিস অথবা কিডনি-প্রতিস্থাপন বেঁচে থাকার একমাত্র অবলম্বন ।
 অর্থাভাবে ধারাবাহিক কয়েকটি ডায়ালাইসিস-গ্রহণে অসমর্থ হলে মৃত্যু অনিবার্য ।
অপরদিকে, কিডনি-প্রতিস্থাপন ব্যয় সাধারণের নাগালের বাইরে ।
আত্মসম্মানবোধ ও লোকলজ্জার ভয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে পড়ে অসংখ্য ভুক্তভোগী পরিবার ।
অনেকে প্রতিস্থাপন-পরবর্তী সময়ে অর্থাভাবে জীবনরক্ষাকারী ওষুধ সেবন করতে না-পেরে ফের মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
মানবদেহের বিস্ময়কর অঙ্গ ‘কিডনি’ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষো গণমুখী ব্যপক প্রচার-প্রচারণা কিডনি-রোগ প্রতিরোধের একমাত্র উপায় ।
কিডনি রোগের দুষ্প্রাপ্য চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনি-রোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা কান্না ও কষ্টের আওয়াজ সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতার মাধ্যমে জীবনরক্ষার প্রয়োজনবোধ থেকে প্রতিষ্ঠা করা হয়

“কিডনি রোগী কল্যাণ সংস্থা”
Kidney Patient Welfare Association

চিকিৎসক, হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, ব্লাড ও অক্সিজেন ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ন্যায্যমূল্যে ডায়ালাইসিস, ঔষধসহ কিডনি-রোগীদের চিকিৎসার সু-ব্যবস্থা সংস্থার মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক সরকারি দপ্তর, এনজিও, মানবিক সংগঠন, ব্যক্তি-প্রতিষ্ঠান ও দেশ-বিদেশের সহযোগিতায় রোগীদের বিড়ম্বনামুক্ত সাশ্রয়ী মূল্যে, বিনামূল্যে চিকিৎসার সু-ব্যবস্থার মাধ্যমে জীবনরক্ষার এক অদম্য প্রত্যয় নিয়ে কাজ করে আসছে “কিডনি রোগী কল্যাণ সংস্থা”। পাশাপাশি চট্টগ্রামে বিশেষায়িত কিডনি হাসপাতাল ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য।

কর্ম-পরিকল্পনা

গুনিজনের মতামত

“কিডনি রোগী কল্যাণ সংস্থা”- সমাজের অসহায় দরিদ্র কিডনি রোগী আক্রান্তদের পাশে দাড়িয়ে যে মানবিক ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, তাতে অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমার আহবান থাকবে, সমাজের বিত্তশালীদের ওদের পাশে দাড়িয়ে এই মহতী কাজে সহযোগীতা করা।
এম এ মালেক
সম্পাদক, দৈনিক আজাদী

সংবাদ