1
2
3
4
5
6
7
8
9
10

ডাক্তার তথ্য

রোগীদের সুবিধার্থে দেশ-বিদেশের কিডনি ডাক্তারদের তালিকা

হাসপাতাল তথ্য

রোগীদের সুবিধার্থে দেশ-বিদেশের কিডনি চিকিৎসার হাসপাতাল তালিকা

চিকিৎসা গাইডলাইন

রোগীদের সুবিধার্থে চিকিৎসা জনিত গাইডলাইন

বিবিধ সেবা

রোগীদের সুবিধার্থে রয়েছে বিবিধ সেবামূলক কর্মকান্ড।

প্রতিষ্ঠাতা

এস. এম জাহেদুল হক

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।- ভূপেন হাজারিকা। আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাড়াতে না পারি, তাহলে মানুষ হিসেবে আমরা ব্যার্থ.

সভাপতি

ওয়াহিদ মালেক

কিডনি সুরক্ষা ও রোগ প্রতিরোধের একমাত্র উপায় জনসচেতনতা।

অর্থাভাবে বিনা চিকিৎসায় অকাল মৃত্যু নয়- হোক আমাদের প্রত্যয়।

কেন কিডনি রোগী কল্যাণ সংস্থা ?

মহোদয়
আসসালামু আলাইকুম/আদাব,
আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, ১৮ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে ২ কোটিরও অধিক মানুষ কোনো-না-কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত । মরণব্যাধি কিডনি রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল । প্রতিবছর অগণিত মানুষ অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে। প্রিয়জনকে বাঁচাতে মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত চিকিৎসার পেছনে ছুটতে বাধ্য থাকে ভুক্তভোগী পরিবার । প্রবাদ আছে : কিডনি রোগী মরেও যায়, মেরেও যায়। বাস্তবে আমৃত্যু চিকিৎসার ভার সইবার সাধ্য ধনী, মধ্যবিত্ত বা হতদরিদ্র কারো নেই । ফলে কিডনি রোগী ও ভুক্তভোগী পরিবারের জন্য মৃত্যুই যেন- মুক্তি। এমন বাস্তবতায় আমাদের অদম্য প্রত্যয় “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” ।
কিডনি-বিকল নিরব ঘাতক ও মরণব্যাধি রোগ।
দীর্ঘস্থায়ী কিডনি রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসা অসম্ভব ব্যয়বহুল, যা দরিদ্র-হতদরিদ্র, দুঃস্থ-অসহায় কিডনি রোগীদের জন্য অলীক স্বপ্ন ।
ফলে চিকিৎসার অভাবে অসংখ্য পরিবার হারাচ্ছে তাদের প্রিয়জনকে ।
চিকিৎসার শেষ ধাপে ডায়ালাইসিস অথবা কিডনি-প্রতিস্থাপন বেঁচে থাকার একমাত্র অবলম্বন ।
 অর্থাভাবে ধারাবাহিক কয়েকটি ডায়ালাইসিস-গ্রহণে অসমর্থ হলে মৃত্যু অনিবার্য ।
অপরদিকে, কিডনি-প্রতিস্থাপন ব্যয় সাধারণের নাগালের বাইরে ।
আত্মসম্মানবোধ ও লোকলজ্জার ভয়ে তিলে তিলে নিঃশেষ হয়ে পড়ে অসংখ্য ভুক্তভোগী পরিবার ।
অনেকে প্রতিস্থাপন-পরবর্তী সময়ে অর্থাভাবে জীবনরক্ষাকারী ওষুধ সেবন করতে না-পেরে ফের মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
মানবদেহের বিস্ময়কর অঙ্গ ‘কিডনি’ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষো গণমুখী ব্যপক প্রচার-প্রচারণা কিডনি-রোগ প্রতিরোধের একমাত্র উপায় ।
কিডনি রোগের দুষ্প্রাপ্য চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনি-রোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা কান্না ও কষ্টের আওয়াজ সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতার মাধ্যমে জীবনরক্ষার প্রয়োজনবোধ থেকে প্রতিষ্ঠা করা হয়

“কিডনি রোগী কল্যাণ সংস্থা”
Kidney Patient Welfare Association

চিকিৎসক, হাসপাতাল, ক্লিনিক, ল্যাব, ব্লাড ও অক্সিজেন ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ন্যায্যমূল্যে ডায়ালাইসিস, ঔষধসহ কিডনি-রোগীদের চিকিৎসার সু-ব্যবস্থা সংস্থার মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে স্বাস্থ্যবিষয়ক সরকারি দপ্তর, এনজিও, মানবিক সংগঠন, ব্যক্তি-প্রতিষ্ঠান ও দেশ-বিদেশের সহযোগিতায় রোগীদের বিড়ম্বনামুক্ত সাশ্রয়ী মূল্যে, বিনামূল্যে চিকিৎসার সু-ব্যবস্থার মাধ্যমে জীবনরক্ষার এক অদম্য প্রত্যয় নিয়ে কাজ করে আসছে “কিডনি রোগী কল্যাণ সংস্থা”। পাশাপাশি চট্টগ্রামে বিশেষায়িত কিডনি হাসপাতাল ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য।

কর্ম-পরিকল্পনা

গুনিজনের মতামত

“কিডনি রোগী কল্যাণ সংস্থা”- সমাজের অসহায় দরিদ্র কিডনি রোগী আক্রান্তদের পাশে দাড়িয়ে যে মানবিক ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে, তাতে অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমার আহবান থাকবে, সমাজের বিত্তশালীদের ওদের পাশে দাড়িয়ে এই মহতী কাজে সহযোগীতা করা।
এম এ মালেক
সম্পাদক, দৈনিক আজাদী