কিডনী রোগীদের কল্যাণে আমাদের মিশন ও ভিশন

১৮ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে ২ কোটিরও অধিক মানুষ কোনো-না-কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। মরণব্যাধি কিডনি রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রবাদ আছে: “কিডনি রোগী মরেও যায়, মেরেও যায়”। জটিল কিডনি রোগীদের প্রতিমাসে ৮ বা ১২টি ডায়ালাইসিস গ্রহণ বাধ্যতামূলক। শুধুমাত্র ডায়ালাইসিস খাতে প্রতিমাসে ১জন রোগীর ৫০ হাজার টাকার অধিক ব্যয় হয়। তাছাড়া ডাক্তার ভিজিট, পরীক্ষা-নিরীক্ষা, মেডিসিন, ব্লাড ও ইনজেকশনসহ CCU, ICU ভর্তি হতে হলে চিকিৎসাব্যয়ের কোন সীমা-পরিসীমা থাকে না……………..

 

প্রতিষ্ঠাতা

এস. এম জাহেদুল হক

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।- ভূপেন হাজারিকা।
আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাড়াতে না পারি, তাহলে মানুষ হিসেবে আমরা ব্যার্থ.

সভাপতি

ওয়াহিদ মালেক

কিডনি সুরক্ষা ও রোগ প্রতিরোধের একমাত্র উপায় জনসচেতনতা।

সিনিয়র সহ-সভাপতি

অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান

সহ সভাপতি

কাজী আশরাফুল হক জীবন

সম্পাদক

অধ্যাপক শাব্বির আহমদ

অর্থাভাবে বিনা চিকিৎসায় অকাল মৃত্যু নয়- হোক আমাদের প্রত্যয়।

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব