কিডনি রোগী কল্যাণ সংস্থাকে পিএইচপি ফ্যামিলির ৫ লক্ষ টাকা অনুদান

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিএইচপি পরিবারের পক্ষ থেকে কিডনি রোগী কল্যাণ সংস্থাকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন মানবিক চেতনা’র শিল্পপতি পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান।অদ্য দূপুর দূটায় পিএইচপি কর্পোরেট কার্যালয়ের তাঁর হাত থেকে অনুদানের চেকটি গ্রহণ করেন দৈনিক আজাদী— ব্যবস্থাপনা সম্পাদক ও এম. এ মালেক ডায়ালাইসিস সেন্টার— কনভেনার ওয়াহিদ মালেক। এসময় আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন কিডনি রোগী কল্যাণ সংস্থার সাথে বর্তমানে সর্বস্থরের ভালো ও মানবিক মানুষ গুলো সম্পৃক্ত হয়েছে এটি নিঃসন্দহে ভালো কাজ,আল্লাহর দরবারে এর সাফল্য কামনা করি । পিএইচপি পরিবার সবসময় সংস্থার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এসময় সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সংস্থার আজীবন সদস্য মুহাম্মদ ওবায়দুল হক মনি, সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম এস.এম জাহেদুল হক এর পুত্র সাইয়েদ হামিমুল মিল্লাত, মোঃ দিলশাদ আহমেদ ও অফিস কর্মকর্তা মোঃ আবদুল আলী।

প্রতিষ্ঠাতা

এস. এম জাহেদুল হক

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।- ভূপেন হাজারিকা।
আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাড়াতে না পারি, তাহলে মানুষ হিসেবে আমরা ব্যার্থ.

সভাপতি

ওয়াহিদ মালেক

কিডনি সুরক্ষা ও রোগ প্রতিরোধের একমাত্র উপায় জনসচেতনতা।

সিনিয়র সহ-সভাপতি

অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান

সহ সভাপতি

কাজী আশরাফুল হক জীবন

সম্পাদক

অধ্যাপক শাব্বির আহমদ

অর্থাভাবে বিনা চিকিৎসায় অকাল মৃত্যু নয়- হোক আমাদের প্রত্যয়।

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব