১৮ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে ২ কোটিরও অধিক মানুষ কোনো-না-কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। মরণব্যাধি কিডনি রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রবাদ আছে: “কিডনি রোগী মরেও যায়, মেরেও যায়”। জটিল কিডনি রোগীদের প্রতিমাসে ৮ বা ১২টি ডায়ালাইসিস গ্রহণ বাধ্যতামূলক। শুধুমাত্র ডায়ালাইসিস খাতে প্রতিমাসে ১জন রোগীর ৫০ হাজার টাকার অধিক ব্যয় হয়। তাছাড়া ডাক্তার ভিজিট, পরীক্ষা-নিরীক্ষা, মেডিসিন, ব্লাড ও ইনজেকশনসহ CCU, ICU ভর্তি হতে হলে চিকিৎসাব্যয়ের কোন সীমা-পরিসীমা থাকে না……………..