কিডনি রোগী কল্যাণ সংস্থার এজিএম ও স্মরণসভা অনুষ্ঠিত।

০৩ আগষ্ট শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে কিডনি রোগী কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম), সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এস.এম জাহেদুল হক এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদী সম্পাদক, একুশ পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিত্ব আলহাজ্ব লায়ন এম এ মালেক বলেন, সাংবাদিক জাহেদুল হক ছিলেন আপাদমস্তক একজন মানবতাবাদী মানুষ। অত্যন্ত কর্মঠ এই প্রাণবন্ত মানুষটি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজে ব্যস্ত ছিলেন। পেশাগত কাজ ও পারিবারিক দায়িত্ব সম্পাদনের পাশাপাশি মানবসেবায় সবসময় নিজেকে পরিব্যাপ্ত রাখতেন। দীর্ঘ একদশক নিজের শরীরে মরণব্যাধি কিডনি রোগ বহন করেও কাউকে বুঝতে দেননি। রাত-দিন পরিশ্রম করতেন। সবসময় ভাবতেন কিডনি রোগীদের জন্য কিছু করা যায় কিনা। সেই বোধ থেকেই তিনি কিছু সুহৃদকে সাথে নিয়ে গঠন করেন কিডনি রোগী কল্যাণ সংস্থা। এই সংস্থা মাধ্যমে তিনি সমাজের অবস্থাসম্পন্ন লোকদের কাছ থেকে অনুদান ও যাকাতের অর্থ সংগ্রহ করে অসংখ্য কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহে নগদ অর্থ প্রদানের পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত নিয়মিত পরামর্শ প্রদান করতেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, নিরহংকারী সাংবাদিক এস.এম জাহেদুল হক গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ইন্তেকাল করলেও তার আদর্শকে বুকে ধারণ করে তার সুহৃদরা সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ায় সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি। জনাব এম.এ মালেক বলেন, দেশে দূরারোগ্য কিডনী রোগে আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যয়বহুল এ চিকিৎসায় অনেকে সর্বস্বান্ত হচ্ছে। আবার আর্থিক সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে অকালে মৃত্যু বরণ করছে। প্রতিদিন হাসপাতালে দরিদ্র ডায়ালাসিস রোগীদের চরম ভোগান্তি ও দুঃখ দুর্দশা অবর্ণনীয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে কিডনি রোগীদের কল্যাণ সম্ভব সবকিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চট্টগ্রামের মানুষ যদি এগিয়ে আসলে নগরীতে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার ও একটি পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব।

সংস্থার সভাপতি, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ও এপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেকের সভাপতিত্বে, সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ ও অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার আজীবন সদস্য, বিশিষ্ট মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবিব আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংস্থার আজীবন সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, আশরাফুল হক জীবন, মুহাম্মদ ওবায়দুল হক (মনি), মোহাম্মদ মোকাম্মেল হক খান, মোহাম্মদ ইব্রাহিম, এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, নিতাই চন্দ্র দাশ, ডা. দুলাল দাশ, ডা. এ.কে.এম ফজলুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি মা ও শিশু হাসপাতালে জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ কিডনি রোগী কল্যাণ সংস্থার ফান্ডে এক লক্ষ টাকার নগদ অনুদান প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সভাপতি আলহাজ্ব লায়ন এম এ মালেক ওযাহিদ মালেককে সভাপতি, এডভোকেট জিয়া হাবিব আহসানকে সিনিয়র সহ-সভাপতি, অধ্যাপক শাব্বির আহমদকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

বার্তা প্রেরক
মো: আবদুল আলী
অফিস কর্মকর্তা
কিডনি রোগী কল্যাণ সংস্থা।

প্রতিষ্ঠাতা

এস. এম জাহেদুল হক

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না…ও বন্ধু।- ভূপেন হাজারিকা।
আমরা মানুষ হয়ে যদি মানুষের পাশে দাড়াতে না পারি, তাহলে মানুষ হিসেবে আমরা ব্যার্থ.

সভাপতি

ওয়াহিদ মালেক

কিডনি সুরক্ষা ও রোগ প্রতিরোধের একমাত্র উপায় জনসচেতনতা।

সিনিয়র সহ-সভাপতি

অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান

সহ সভাপতি

কাজী আশরাফুল হক জীবন

সম্পাদক

অধ্যাপক শাব্বির আহমদ

অর্থাভাবে বিনা চিকিৎসায় অকাল মৃত্যু নয়- হোক আমাদের প্রত্যয়।

আমাদের ফেসবুক

আমাদের ইউটিউব